বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া উপ-কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মো: আব্দুল জলিল / ৭০৮ বার
আপডেটের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া উপ-কমিটির উদ্যোগে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপ-কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব মোজাফফর হোসেন পল্টু।

সভায় উপ-কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু, শেখ আসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা একজোট হয়ে জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করে দিতে চেয়েছিলো। তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাড়িয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে দলের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।

বক্তাগণ, ১৫ আগস্টের হত্যাকান্ডের সাথে জড়িত বিদেশে পালিয়ে থাকা অবশিষ্ট পাঁচ খুনীকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে শাস্তি কার্যকর করার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ