বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

আগামীকাল মধ্যরাত থেকে সংসদ ভবনের আশেপাশে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ

কিশোরগঞ্জ সংবাদ ডেস্ক / ৭৯৩ বার
আপডেটের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় যেকোনো অস্ত্র বহন, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারী করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল মঙ্গলবার রাত ১২টা থেকে যেকোনো ধরনের অস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংসদের চতুর্দশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সংসদ ভবন ও তার আশেপাশের নিরাপত্তা নিশ্চিত এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এ নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ