বেসরকারি উন্নয়ন সংস্থা “এসোসিয়েশন ফর রুরাল পুরও (আর্প)” এর সার্বিক ব্যবস্থাপনায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুুঃস্থ ব্যক্তিদের ঘর নির্মাণ ও নলকূপ স্থাপন করা হয়েছে
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মুজিব শতবর্ষে বিশেষ বরাদ্দ কর্মসূচি ২০২০-২১ অর্থ বছরের আওতায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের শেখ আব্দুল হান্নান ও হিরালাল রবি দাসকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অনুকরণে দুটি গৃহ নির্মাণ করে দেয়া হয়।
এছাড়াও নিরাপদ পানি সরবারহের লক্ষ্যে দুঃস্থ পরিবারগুলোর মাঝে ৬ টি নলকূপ স্থাপন করা হয়।
উক্ত কর্মসূচি বাস্তবায়নের ফলে দরিদ্র পরিবারগুলো নিরাপদ আবাসস্থল ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পেয়েছে। এ ধরনের সহায়তায় তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ বেসরকারি উন্নয়ন সংস্থা আর্প হাওরের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সেবামূখী কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।