বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

উত্তরাধিকারের রাজনীতি না রাজনীতির উত্তরাধিকার- সাবেক সাংসদ ড. মিজানুল হক

ড. মিজানুল হক / ৭২০ বার
আপডেটের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে আসা এই উপমহাদেশে একটি স্বাভাবিক ঘটনা। ভারতে জওহর লাল নেহরু হতে শ্রীমতি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী রাজনীতিতে এসেছেন। ইচ্ছা করেই সোনিয়া গান্ধীর নাম দেইনি কারন তিনি সুযোগ থাকা সত্ত্বেও সরকারে আসেননি।

পাকিস্থানে জুলফিকার আলী ভূট্টো থেকে বেনজীর ভূট্টো,জারদারি পরে বিলওয়াল জারদারি ভূট্টো এখন রাজনীতিতে আছেন।

বাংলাদেশে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া ও তারেক রহমান ( স্বাধীন বাংলার সবচে বড় দুর্নীতিবাজ) এসেছেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্বের সবচে ক্ষমতাধর মুসলিম নারী ও তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক্ষেত্রে সবচেয়ে উজ্জল নক্ষত্র।

জাতীয় চার নেতার সন্তানগনও বর্তমান রাজনীতিতে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন।

কিশোরগঞ্জের রাজনীতিতে আমার স্নেহের সৈয়দ আশফাকুল ইসলাম টিটো, অধ্যক্ষ শরিফ আহমেদ সাদী, সাকাউদ্দিন আহমেদ রাজনের পূর্বপুরুষ রাজনীতিতে ছিলেন। তবে তারা উত্তরাধিকারের রাজনীতির চেয়ে রাজনীতির উত্তরাধিকারী হিসেবে এসেছেন এবং নিজ মহিমায় আরও উপরে উঠবেন এই আশীর্বাদ করি।

লেখক: প্রকৌশলী, বুয়েটে শিক্ষক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ৩ আসন, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ