বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

একদফা দাবিতে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির রোডমার্চ

হাবিবুর রহমান বিপ্লব / ৩৫৩ বার
আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

এক দফা দাবিতে আগামীকাল ১ অক্টোবর ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপি’র রোডমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, চলমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার্থে বিদেশে প্রেরণের ১ দফা দাবিতে ময়নমনসিংহ হতে কিশোরগঞ্জ পর্যন্ত এ রোডমার্চ অনুষ্ঠিত হবে।

রোডমার্চের যাত্রাপথে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোডমার্চ শেষে বিকাল ৩ টায় কিশোরগঞ্জ লতিফাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোডমার্চে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নেতৃত্ব দেবেন। গণ সমাবেশে সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জানান, শান্তিপূর্ণ রোড মার্চ ও সমাবেশ কর্মসূচিকে সফল করতে দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। রোডমার্চে প্রায় ৬ হাজার গাড়ির বহর ও অর্ধলক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করবে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) জানান, রোডমার্চকে কেন্দ্র করে মহাসড়ক ও সমাবেশ স্থানে যেকোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সড়কের চলাচলকারী জনসাধারণ ও যানবাহনের নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ