এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ টাকা। বিশ্বাস হচ্ছেনা। বিশ্বাস না হবারই কথা।
বিশ্বের অন্যতম দামী এই চায়ের নাম দা হোং পাও। এই চা শুধুমাত্র চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে উৎপন্ন হয়। তাও আবার বিরল প্রজাতির এই চায়ের ৬ টি গাছ রয়েছে চীনে।
চমৎকার সুগন্ধের জন্য বিখ্যাত এক কেজি ‘দা হোং পাও’ চায়ের দাম ৯ কোটি ৪৪ লক্ষ টাকারও বেশি। ৩ শত বছর চীনে এই চা চাষ হচ্ছে। এই চায়ে মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যাফেইন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড রয়েছে।
এই চা তৈরিতেও রয়েছে বিশেষ কৌশল। মাটির পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে এই চা তৈরি করতে হয়।
চীন সরকার ২০০৬ সালে ৬ টি ‘দা হোং পাও’ চা গাছের জন্য ১১৭ কোটি টাকার বীমা করিয়েছে।