বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

কওমী মাদরাসা খোলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ

কিশোরগঞ্জ সংবাদ ডেস্ক / ৭৭৬ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

মাদ্রাসা খোলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন কওমী মাদরাসার একটি প্রতিনিধি দল।

১৮ই আগস্ট (বুধবার) সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জামিয়া নুরিয়া কামরাঙ্গিচর মাদরাসার মুহতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম পরিষদের সদস্য মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়া, সিলেট জামিয়া দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকামের মুহতামিম মাওলানা সাজিদুর রহমান।

আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষকরে কওমী মাদরাসাগুলো খুলে দেয়ার জন্য। আমাদের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে মাদরাসা খোলার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন।

আল্লামা নুরুল ইসলাম আরো বলেন, আমরা সারা দেশের প্রধান প্রধান মাদরাসাগুলোর মুহতামিমদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণের কারণে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ