কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিন শতাধিক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
১১ আগস্ট (বুধবার) উপজেলার পূর্ব সহশ্রাম ধুলদিয়া এলাকা হতে ৩১০ পিস ইয়াবাসহ শাহ আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ।
আটককৃত শাহ আলম শাহ স্থানীয় গচিহাটা পূর্ব সহশ্রাম গ্রামের মৃত অনু শাহর ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচার কথা স্বীকার করেছে।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ধুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র্যাব এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।