কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সালমা আনিকা।
৩০ জানুয়ারি (শনিবার) সকাল ১১টার দিকে নিজ নিজ বাসায় সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে ১৪টি কেন্দ্রের সবকটিতেই তাদের এজেন্টদের মারপিট করে বের করে দেওয়া ও জোরপূর্বক সিল মারার অভিযোগ করেছেন । তারা এটিকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে নির্বাচন বাতিল করে পুুুনঃনির্বাচন দাবি করেছেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী সালমা আনিকা পুুুনঃনির্বাচনের দাবি করে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন বলে জানান তিনি।