পিরিতির নক্সা’ খ্যাত প্রয়াত কবি মহীউদ্দীন খান চৌধুরীর ৮০তম জন্মবাষির্কী ২০২১ সালের ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
কবি মহীউদ্দীন খান চৌধুরী ১৯৪১ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার মহকুমা বর্তমান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন গ্রামের বিলপাড়ার মিয়াবাড়ীতে জন্মগ্রহণ করেন।
তাঁর মায়ের নাম হাজেরা খাতুন এবং বাবার নাম সিরাজউদ্দীন খান চৌধুরী।তিঁনি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে পড়াশুনা শেষ করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগে চাকুরী করেন উপজেলা স্বাস্থ্য পরিদশর্ক হিসাবে।
কবি মহিউদ্দীন খান চৌধুরী কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ ভিত্তিক সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সম্পাদনা করতেন ‘ঢেউ’ নামে মুক্ত কবিতার কাগজ। ঢেউ কবিতার কাগজে বাংলাদেশের স্বনামধন্য কবিরা লিখেছেন।তাছাড়া জাতীয় পত্র পত্রিকায়ও নিয়মিত লেখেলেখি করতেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘পিরীতির নকশা’, ‘, ‘বেদনা আমারি থাক’, ‘আমি কেন পাবো না তোমায়’ যে দেশে মানুষ ঘুমায় এবং ‘কষ্টে আমি সমুদ্রে যাব’।
তার রচিত কাব্যগ্রন্থ ‘পিরীতির নকশা’ বাংলাদেশের সাহিত্যাঙ্গনে ব্যাপক আলোচিত।
কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় রচিত কাব্যগ্রন্থ
‘পিরীতির নকশায় ‘ লোকায়ত ঢঙে পরিপার্শ্ব-সমাজ-মাটির অভিব্যাক্তি ফুটিয়ে তুলেছেন।
আঞ্চলিক ভাষায় লিরিকধর্মী পিরীতির এই কাব্যের জন্যে ২০০৫ সালে সুকুমার রায় ছড়া পুরস্কার পান।
এই কাব্যগ্রন্থেরর মাধ্যমে মহিউদ্দীন চৌধুরি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষাকে একক অন্যন্য সম্মানের আসনে অধিষ্ঠান করেছেন।পরিচিতি দিয়েছেন বিশ্ব ধরবারে।
কবি মহিউদ্দীন খান চৌধুরী তিন সন্তানের জনক।বাংলাদেশের বিশ্ষ্টি গণমাধ্যম ব্যক্তিত্ব, দেশ টিভি, দীপ্ত টিভি এবং ডিবিসি নিউজ এর সাবেক অনুষ্ঠান বিভাগের প্রধান, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন প্রযোজক কবি ও গল্পকার পারভেজ চৌধুরী তাঁর প্রথম সন্তান। বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রেরিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের উপসস্থাপিকা, বাংলাদেশের প্রথম বেসরকারি বেতার রেডিও মেট্রোওয়েভের ব্রডকাস্টার, ঢাকা থিয়েটারের সদস্য, মঞ্চ ও টেলিভিশন নাটকের আভিনেত্রী সেতু ফাল্গুনী তাঁর পুত্রবধু। তারা উভয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, বতর্মানে কানাডার টরন্টো শহরে বসবাসরত।
কিশোরগঞ্জের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মুক্তি চৌধুরী তাঁর ছোট ভাই।
করিমগঞ্জের জনপ্রিয় স্কুল শিক্ষিকা প্রয়াত রোকেয়া মল্লিক তাঁর স্ত্রী। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হাসান কবিকণ্যার জামাতা।
কিশোরগঞ্জের কৃতী সন্তান, বাংলাদেশের জাতীয় এ্যথলেট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া কোচ, ক্রীড়া ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রুমি, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হসপিটালের পরিচালক ডা. এহসানুল হক মুকুল তাঁর বোনের ছেলে।
২০১৪ সালের ৩ নভেম্বর কবি মহিউদ্দীন খান চৌধুরী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৪ বছর।