বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

করিমগঞ্জের ন্যামতপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

হাবিবুর রহমান বিপ্লব / ৭১৯ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হেলিম এর নির্বাচনী অফিসে ভাঙচুর হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের অভিযোগ জাতীয় পার্টির সমর্থকরা এ ভাংচুর চালিয়েছে

সোমবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি উত্তেজিত জনতাকে শান্ত থেকে বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধানের জন্য পরামর্শ প্রদান করেন।

এ বিষয়ে ন্যামতপুর ইউপি নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মিছবাহ উদ্দিন সায়েল এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তারা নিজেরা নিজেদের অফিস ভাংচুর করে আমার কর্মী সমর্থকদের উপর দায় চাপাচ্ছে।

আওয়ামী লীগ প্রার্থী মো. হেলিম জানান, লাঙ্গল সমর্থকদের ৭০/৭৫ জনের একটি গ্রুপ আতর্কিত হামলা চালিয়ে আমার নির্বাচনী অফিসের আসবাব পত্র ভাংচুর করে, ব্যানার পোস্টার ছিড়ে ফেলে।

এদিকে নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাল্টা অভিযোগে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী জানান, কারো অসহিষ্ণু আচরণে শান্তি ভঙ্গের কারন হলে পুলিশ তার দায়িত্ব পালনে বিন্দুমাত্র ছাড় দেবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ