কিশোরগঞ্জের করিমগঞ্জে গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
২৭ আগস্ট (শুক্রবার) দুপুর ১২ টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিজাম মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিজাম মিয়া ভৈরব উপজেলার আগারানগর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত আক্কাছ মিয়ার পুত্র।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন গণমাধ্যমকে জানান, মাদক নির্মূলে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত আছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে বালিখলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নিজাম মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজাম মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।