বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে এমপি চুন্নু’র সহায়তা

মো: আব্দুল জলিল / ৬৮৫ বার
আপডেটের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

কিশোরগঞ্জের করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মুজিবুল হক চুন্নু এমপি’র পক্ষ থেকে নগদ অর্থসহ টিন সহায়তা প্রদান করা হয়েছে।

২২ সেপ্টেম্বর (বুধবার) বিকালে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভাঙ্গীরচর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি’র ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

এসময় কাদিরজঙ্গল ইউনিয়ন জাতীয় পার্টি, আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে আকস্মিকভাবে লাগা আগুনে ৯টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের গবাদিপশু সহ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা এমপি চুন্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বিপদের সময়ে এই সহযোগিতা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ