কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর (সোমবার) বিকাল ৩টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ পদের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহম্মেদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন।
এছাড়াও সভায় কিশোরগঞ্জ জেলা সহকারি পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া, করিমগঞ্জ থানা পুলিশ পরিদর্শক শামছুল আলম সিদ্দিকী ও সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, দেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন এর আওতায় আগামী ১১ নভেম্বর করিমগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।