কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ২০৫ পিস ইয়াবাসহ মো. রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ী মো. রানা (২৬) জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার চাঁন মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সাকুয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী মো. রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী মো. রানা (২৬) দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, অভিযানে আটকের পর মাদক ব্যবসায়ী মো. রানা এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।