কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
৫ অক্টোবর (মঙ্গলবার) রাতে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের কাজলা ঘাট এলাকা থেকে হাবিবুল্লাহ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে করিমগঞ্জ থানা পুলিশের একটি আভিযনিক দল। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ থানার এসআই আনিসুর রহমান।
গ্রেফতারকৃত হাবিবুল্লাহ নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। এর আগেও সে কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এ ১০ এর (ক) ধারায় করিমগঞ্জ থানায় ২০২০ ও ২০২১ সালে মামলা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ মডেল থানাতেও তার বিরুদ্ধে অনুরূপ মামলা রয়েছে।
এ বিষয়ে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বুধবার (৬ অক্টোবর) গ্রেফতারকৃত হাবিবুল্লাহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।