কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবা সহ মাদক মামলার আসামী আলম (৩৫) কে আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ আগস্ট) দুপুরে করিমগঞ্জ পৌরসভার বনবিভাগ রোড থেকে আলমকে আটক করা হয়। আলম পৌরসভার ৬নং ওয়ার্ডের সিদলারপাড় গ্রামের ফজু মিয়ার ছেলে।
করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ শামছুল আলম সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি করিমগঞ্জ পৌরসভার ০৬নং ওয়ার্ডের বনবিভাগ রোডে ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের প্রস্তুতি চলছিল। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইফতেখারুজ্জামান, করিমগঞ্জ সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় এ এস আই মোঃ এমরান আলী ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আলমকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।