পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল, সোমবার ২৩ রমজানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়শনের সভাপতি বারঘরিয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, সাধারণ সম্পাদক জাফরাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম প্রমূখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, উপজেলার শিক্ষকসমাজ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীসমাজ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে করিমগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মোবারক হোসেন বুলবুল উপস্থিতিদের মাঝে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর জন্যে মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।