বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

করিমগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা আদম আলী’র মৃত্যুতে বঙ্গবীরের শোক প্রকাশ

হাবিবুর রহমান বিপ্লব / ৫৩০ বার
আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

করিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কৃষক-শ্রমিক জনতা লীগ নেতা মোঃ আদম আলী রোববার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে দশটার দিকে মোদকপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম আদম আলী বারঘড়িয়া ইউনিয়নের বিদ্যানগর গ্রামের শহীদ আব্দুল বারিকের পুত্র ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পাশু’র ছোট ভাই।

পেশাগত জীবনে তিনি পোশাক, ডেকোরেশন ও প্যাকেজিং ব্যবসায় জড়িত ছিলেন।

এক সময়ের কৃতি কাবাডি খেলোয়াড় ও চৌকস যাদু শিল্পী আদম আলী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের হাত ধরে কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতিতে যুক্ত হন।

জীবদ্দশায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন।

তিনি বেশ কিছুদিন ধরে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আদম আলীর মৃত্যুতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আপনদেশ, করিমগঞ্জ শিল্পকলা পরিষদ, উপজেলা সাধারণ পাঠাগারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।

সোমবার (১২ জুলাই) বাদ যহুর করিমগঞ্জ বাজার মসজিদে জানাজা শেষে করিমগঞ্জ সিদলারপাড় পৌর গোরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com