কিশোরগঞ্জের করিমগঞ্জে অগ্নিকাণ্ডে গবাদিপশু সহ ৯টি ঘর পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
১২ সেপ্টেম্বর (রবিবার) রাত পৌনে ১টার দিকে উপজেলার কদিরজঙ্গল ইউনিয়নের ভাঙ্গিরচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসীরা জানায়, রোববার রাত প্রায় পৌনে ১টার দিকে আব্দুর রহিমের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আব্দুর রহিমের ৫টি ঘর ও আব্দুল খালেকের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে মঞ্জিলা (৩৫) নামে এক নারী অগ্নিদগ্ধ হন। এছাড়াও আগুনে পুড়ে একটি গরু মারা যায় ও আরেকটি গরু মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়।
অগ্নিদগ্ধ মঞ্জিলাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।