বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

করিমগঞ্জে গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৬২৪ বার
আপডেটের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

গাঁজাসহ এক মাদকব্যবসায়ী কে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

কিশোরগঞ্জের চামটা বন্দর দিয়ে জেলা শহরে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইজাজুল (৩৫) নামে এক মাদকব্যবসায়ী কে আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার ইজাজুল পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার সামারচর গ্রামের আসাদ মিয়ার পুত্র।

রোববার (২২ আগস্ট ) সকাল সাড়ে ১১ টার দিকে চামটা বন্দর-কিশোরগঞ্জ সড়কের ছোবহানিয়া মাদরাসা গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ সিএনজি চালিত অটোরিকশা করে শহরের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইজামুলকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ