কিশোরগঞ্জের করিমগঞ্জে বৃহঃস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্যা শিশুদের জয়জয়কার ঘোষিত হয়েছে।
করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা এতে অংশ গ্রহণ করেন।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন কন্যা শিশুদের প্রতি মানসিকতার পরিবর্তন ও বিভিন্নরকম বৈষম্যের কথা তুলে ধরেন।
তার বক্তব্যে বর্তমান সময়ে দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও অন্যান্য নারী নেতৃত্বের সাফল্যগাঁথা স্মরণ করিয়ে দেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, নারী নেত্রী শাহিদা খানম, কবি সালেহ আহমেদ, সাংবাদিক শেখ আবুল মনসুর লনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমানুল্লাহ দরজী প্রমুখ।
পরে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি ও সংগীতের শিক্ষকদের সহযোগিতায় ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।