করিমগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট (শুক্রবার) করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য আমিরুল ইসলাম খান (বাবলু), উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জিল্লু ঠাকুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, পৌর আওয়ামী লীগ এর সভাপতি মতিউর রহমান চৌধুরী (মাহবুব), মঞ্জিল মোল্লা, হাজী উজ্জ্বল, রপ্পি চৌধুরী, সুমন হাসান, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় চলতি বছর করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন এবং শারীরিক দূরত্ব বজায় রেখে হল রুমে আলোচনা সভা আয়োজনের কর্মসূচী গ্রহণ করা হয়।