দুস্থ স্বাস্থ্য কেন্দ্র( ডিএসকে) কর্তৃক করিমগঞ্জে মেধাবী ৩৭ জন শিক্ষার্থীর মাঝে চার লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সংস্থার কার্যএলাকায় উপকার ভোগী পরিবারের ২০২২ সালের পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৪ লক্ষ ২২ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।
পিএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ৮ হাজার টাকা, জেএসসি’র ১০ হাজার টাকা, এসএসসি’র ১২ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
ডিএসকে’র উপ-পরিচালক মো. শহীদুজ্জামান ভূঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সজল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ মেধাবী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ভবিষ্যত কান্ডারী হিসেবে অবিহিত করেন। তাদের মেধা ও শ্রম জনকল্যাণে নিবেদন করার প্রতি গুরুত্বারোপ করেন।