বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

করিমগঞ্জে নিপীড়ন বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৫৭৭ বার
আপডেটের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

সকল প্রকার সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ করো, রুখে দাঁড়াও” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর (সোমবার) সকাল ১০ টায় করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল এর সভাপতিত্বে সম্প্রীতি মঞ্চ আয়োজিত এ মানববন্ধন সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কবি সালেহ আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কবি কফিল আহমেদ, পৌর মেয়র মোঃ মুসলেহ উদ্দিন, নারী নেত্রী শাহিদা খানম, চন্দ্রা সরকার, উপজেলা শিল্পকলা পরিষদের সাধারন সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা পরিষদ মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসাইন বুলবুল, আহলে সুন্নত ওয়াল জামাত করিমগঞ্জ শাখার সভাপতি মোবারক হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মদন সেন, মোদকপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণতোষ সরকার টিংকু, করিমগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস শহীদ ও সাবেক কাউন্সিলর আব্দুল ওয়াহাব।

রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ভূঞা, পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর সরকার, কমিউনিস্ট পার্টির কমরেড জালাল বক্তব্য রাখেন।

এছাড়াও করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সায়্যিদ, করিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাদিউল ইসলাম বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ মল্লিক, উদীচী করিমগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান রনি, ছাত্রলীগ নেতা নুরুল হক জুনায়েদ, হাবিবুল্লাহ সাগর, আশুতিয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আলমগীর হোসেন প্রমুখ সমাবেশে উপস্থিত থেকে সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন।

সম্প্রীতি মঞ্চের পক্ষে আব্দুল কাদির হিরু, মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব, সাংবাদিক আব্দুল জলিল, কবি মোহাম্মদ রফিক, তৌফিক আনসারি, কবি রকিব অমি ও হাসান মোহাম্মদ রণক মানববন্ধন সমাবেশ ও প্রতিবাদ র‍্যালিটি সমন্বয় করেন।

মানববন্ধনে বক্তারা, সম্প্রতি কোরআন শরীফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও মন্দির ভাংচুরের তীব্র নিন্দা প্রকাশ করেন। এ ঘটনায় জড়িত সকল দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে সম্প্রীতি মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি কর্মসূচির সদস্য সচিব কমরেড ডাঃ এনামুল হক ইদ্রিস এর নেতৃত্বে প্রেসক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ