” আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”
প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) করিমগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ১৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। বেলা ১১ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলায় ৩য় পর্যায়ের এ ঘরগুলো হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু উপকারভোগীদের হাতে জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান বুঝিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২৩টি ঘর নির্মাণের লক্ষ নির্ধারণ করা হয়েছে। জমি অধিগ্রহণ জটিলতার কারণে এ ৮টি ঘরের নির্মাণ কাজ বন্ধ থাকলেও বাকি ১৫টি ঘরের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। এরমধ্যে উপজেলার সুতাররপাড়া ইউনিয়নে ৩টি, কাদিরজঙ্গল ইউনিয়নে ৮টি, জাফরাবাদ ইউনিয়নে ৪টি ঘর রয়েছে। আশা করছি, দুই এক দিনের মধ্যে উপকারভোগীরা নিজ নিজ বসবাস শুরু করতে পারবে।
তিনি আরও বলেন, এ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে আমি একেবারেই নতুন। ঘরগুলোর নির্মাণ কাজের দায়িত্ব পালন করেছেন বিদায়ী নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন। নির্মাণ কাজ তদারকিতে সার্বিক সহযোগিতা করেছেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর প্রমুখ।
আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, করিমগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়শনের সাধারণ সম্পাদক জাফরাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম প্রমূখ বক্তব্য রাখেন।