কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়কা ইউনিয়ন।
১৯ মে (বুধবার) বিকাল ৫ টায় করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গুনধর ইউনিয়ন বনাম জয়কা ইউনিয়নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচের প্রথমার্ধে গুনধর ইউনিয়ন এক গোলে এগিয়ে যায় । পরে খেলার দ্বিতীয়ার্ধে এক দুর্দান্ত গোলে জয়কা ইউনিয়ন সমতায় ফেরে। নির্ধারিত সময় অতিবাহিত হলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
পরে শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারেৱ মাধ্যমে গুনধর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়কা ইউনিয়ন।
ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন রিপেল হাসান। সহকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান নয়ন ও ফেরদৌস আলম।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট সভাপতি পলাশ কুমার বসু’ৱ সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিৱ স্বপন ভান্ডারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, যুব উন্নয়ন কর্মকর্তা আমানুল্লাহ দর্জি, ডিএফএ’র কার্যকরী সদস্য জিএম ইয়াহিয়া ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম সিরাজী প্রমুখ।