কিশোরগঞ্জের করিমগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে। জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি-সম্পাদক এ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মিনহাজুল আবেদীন ইয়াসিন। মোঃ জহিরুল ইসলাম এ নিয়ে ২য় বারের মতো উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ ফরিদ মিয়া এবং সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাফিজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর যুবলীগের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মিজান।
এছাড়াও নবগঠিত কমিটিতে মোঃ ফারুক মিয়াকে সহ-সভাপতি, মোঃ রাজিব মোড়লকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোঃ আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ ফরিদ মিয়া জানান, আমি ও সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাফিজ উদ্দিনের উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগের করিমগঞ্জ উপজেলার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাছাই-বাছাই শেষে আওয়ামী লীগের প্রকৃত ও ত্যাগী পরিবারের সদস্যদের সমন্বয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আওয়াল, পৌর যুবলীগের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু রাজন প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দরা নবগঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছেন।