করিমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর (সোমবার) উপজেলা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আছর থেকে শুরু হয়ে মধ্যরাতব্যাপী অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা নুরুল আলম হাফি।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান জালালাবাদী হাফি, খুরশিদ আলম কাশেমী হাফি, মুফতি রাফি বিন মুনির হাফি, মুফতি শামছুদ্দোহা আশরাফী হাফি, মুফতি আবুল বাশার হাফি, মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ হাফি।
এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ ও করিমগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী মাহফিলে বক্তব্য রাখেন।
বক্তারা, ইসলামী আকিদার উপর জীবন পরিচালনা, রাসূল (সাঃ) এর আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠা সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
মাহফিল শেষে বিশ্ববাসী এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা হয়।