কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
১ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করিমগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা বিএনপি এর আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম দুলাল।
আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন খান পল্টু, করিমগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আশরাফ হোসেন পাভেল, উপজেলা যুবদল এর যুগ্ম আহ্বায়ক মো.সুজন, মো. শামসুজ্জামান সানী, সদস্য সচিব শিহাব উদ্দীন হানিফ, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম প্রান্ত প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় করিমগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।