রোববার (২৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে করিমগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে তাহমিনা আলী কে সভাপতি ও সেলিনা খানম কে সম্পাদক করে উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। এছাড়া পৌর কমিটির সভাপতি কারিমা বেগম, সাধারণ সম্পাদক সাইমা ইফাত (রাতী) নির্বাচিত হয়েছেন।
এ কমিটিকে সকলের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমা সম্মেলন উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয়
সহ-প্রচার সম্পাদক মেহেনিগার হোসেন তন্ময়, মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট আঞ্জুমান আরা (আয়না), কেন্দ্রীয় কমিটির সদস্য মেহজাবিন আলী।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, জেলা বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহাবুব ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।