কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় কিরাটন দক্ষিণ বিলপাড়া সংলগ্ন করিমগঞ্জ-চামটা প্রধান সড়কের পাশে ভুক্তভোগী লোকজন সহ এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।
কিরাটন ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জাতীয় পার্টির ওয়ার্ড কমিটির সভাপতি আঃ ছাত্তার, আবুল হাশেম, মাহফুজ, আবুল কাসেম, বায়েজিদ, মনিরুদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ২০২০ কিরাটন বিলপাড়া গ্রামের আহাম্মদের পুত্র কামাল বাদী হয়ে জাতীয় পার্টির নেতা আঃ সাত্তার সহ অন্যান্যদের বিরুদ্ধে ১ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন, যার নম্বর ১১৪/২০।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, প্রভাবশালী মহলের ইন্ধনে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, মামলায় অভিযুক্ত সাত্তার, হাসেম,কাজল, মোজাহিদ, মনিরুদ্দিন ও আমিরুদ্দিন পেশায় নিম্ন আয়ের শ্রমজীবী খেটে-খাওয়া মানুষ। এরা রিক্সা-ভ্যান চালক, চায়ের দোকানদার ও দিনমজুরের কাজ করে। বক্তারা পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিষয়টি নিয়ে করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক দিলোয়ার হোসেন দুলাল ও সদস্য সচিব মতিউর রহমান ভূইয়া নিন্দা প্রকাশ করেন। তারা মামলাটির সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।