করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ হতে জাতির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ, উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) মোঃ আবু রিয়াদ, সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) ইফতেখারুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার উপস্থিত ছিলেন।
করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন কাউন্সিলরদের সাথে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
এছাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেছেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে যুব ঋণ ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংক এর মাধ্যমে সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন।