করিমগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করিমগঞ্জ বাজারে কেক কাটা ও আলোচনা সভা সহ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবলীগ।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মুসলেহ উদ্দীন।
পৌর যুবলীগের সভাপতি এডভোকেট মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনায় আলোচক হিসেবে অংশগ্রহন করেন আওয়ামী লীগ নেতা শাহ্ মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন কবির, প্রাণতোষ সরকার টিংকু, মঞ্জিল মোল্লা।
এছাড়াও সেলিম রেজা সোহাগ, মাহমুদুল হাসান রনি, ছাত্রলীগ নেতা নুরুল হক জুনায়েদ, হাবিবুল্লাহ সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এনায়েত সরকার, সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ রাজন ও যুবলীগ নেতা আরিফুর রহমান শাহানূর এর ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নূরে আলম হিরো, রাজু আহমেদ খোকন, জুবায়ের কাদের লিপটন, মোহাম্মদ মোজাহিদ, বায়েজিদ আহসান শাহীন সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।