বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

করিমগঞ্জে শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন অ্যালমনাই এসোসিয়েশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

করিমগঞ্জ প্রতিনিধি / ৬৪২ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের করিমগঞ্জে শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন অ্যালমনাই এসোসিয়েশনের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১৯ জুলাই (সোমবার) দুপুরে শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন প্রাঙ্গণে করোনা কালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল,১ কেজি পোলাও চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সোয়াবিন তেল,১ কেজি লবণ,১ প্যাকেট সেমাই, ১ কেজি পিঁয়াজ,১ প্যাকেট দুধ,২৫০ গ্রাম রসুন, আদা, তেজপাতা, জিরা, এলাচি, দারচিনি, লবঙ্গ ও কিসমিস দেয়া হয়।

এসময় শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম আলম, ম্যানেজিং কমিটির সদস্য, শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি এ. এম বোরহান উদ্দিন রাব্বানী, উপদেষ্টা সাইফুল ইসলাম রমজান, সালাহ উদ্দিন আকন্দ রকিব, সাধারণ সম্পাদক মো:শফিকুল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণ বিষয়ে অ্যালমনাই এসোসিয়শনের সভাপতি এ. এম. বোরহান উদ্দিন রাব্বানী বলেন, করোনা মহামারীর কারণে শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন এর আর্থিকভাবে অসচ্ছল ৫০ জন শিক্ষার্থীর পরিবারকে সদস্যদের উদ্যোগে সাধ্যমতো সহযোগিতা করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন অ্যালমনাই এসোসিয়েশনের সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

উল্লেখ্য, ২০২০ সালে শামসুন্নাহার ওসমান গণি শিক্ষা নিকেতন অ্যালমনাই এসোসিয়েশন গঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ