কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর ইউনিয়ন কমিটি পুনঃগঠনে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৭ নভেম্বর) উপজেলার ৬টি ইউনিয়ন শাখার কমিটি পুনঃ গঠনের লক্ষ্যে করিমগঞ্জ বাজার বণিক সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সুজন উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির সম্পাদক সাদেক আহম্মদ স্বপন, দি হাঙ্গার প্রজেক্ট কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী পলাশ কান্তি পাল, সুজন উপজেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক আশরাফুল আলম কাজল।
এছাড়াও সাংবাদিক আবুল মনসুর লনু, নারীনেত্রী ও ইউ পি সদস্য সেলিনা আক্তার, নোয়াবাদ ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান, কাদিরজঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মাজহারুল ইসলাম, দেহুন্দা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ সভায় বক্তব্য প্রদান করেন।
এসময় কাদিরজঙ্গল, নোয়াবাদ, জাফরাবাদ, গুজাদিয়া, দেহুন্দা, বারঘরিয়া ইউনিয়ন শাখার প্রতিনিধিবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।