সারাদেশের ন্যায় করিমগঞ্জেও স্বল্পমূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিকেজি চালের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা।
১ সেপ্টেম্বর (বৃহঃস্পতিবার) সকালে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু পৌরসভার নয়াকান্দিতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা খলিলুর রহমান, খাদ্য পরিদর্শক ওমর শরীফ, ট্যাগ অফিসার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জিল্লুর রহমান ফারুক, কাউন্সিলর শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ৩ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১২০০ জন ওএমএস এর সুবিধা পাবেন। জনপ্রতি ৫ কেজি হিসেবে ৬ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে প্রতিদিন।