কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক কুমার দাস, সহ দপ্তর সম্পাদক ফজলুর রহমান, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ছফি, জেলা কৃষক লীগের সদস্য এহসানুল হক ফারুক, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল হেকিম, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. শাহাবুদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হিরণ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহবায়ক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগ এর অন্যতম অঙ্গ সংগঠন কৃষক লীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন কমিটি সমূহের দ্রুত সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।