কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মো. ফোরকান (১৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. ফোরকান করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আবুল।
গত ১২ সেপ্টেম্বর (রোববার) দুপুরে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে করিমগঞ্জের হাতিমারা গ্রামের বাসিন্দা মো. আবুল তার দুই ছেলে মিজান (২৭) ও ফোরকান কে নিয়ে কাজের সন্ধানে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় যান।
গত শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে সবাই একসাথে কাজে বের হলেও রাতের বেলা ফোরকান আর ফিরেননি।
পরে ১২ সেপ্টেম্বর (রোববার) দুপুরে জাঙ্গালিয়া বাজার সংলগ্ন আতহার আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
লাশ উদ্ধার শেষে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, ‘শনিবার কোনো এক সময়ে ওই পুকুরে গোসল করতে গিয়ে ফোরকানের মৃত্যু হয়। নিহতের শরীরের একপাশ ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়ে হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’