বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

করিমগঞ্জ থেকে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠিয়েছি – নাসিরুল ইসলাম খান

মো: আব্দুল জলিল / ১৫২৮ বার
আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে পরিচ্ছন্ন ইমেজের দলীয় প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

কেন্দ্রে পাঠানো প্রার্থী তালিকায় ইউনিয়ন ভিত্তিক ক্রমানুসানে যাদের নাম রয়েছে-

১ নং কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদ :

১. মোঃ শফিক
২. মাহাবুব আলম
৩. আলী আসগর খোকন।

২ নং গুজাদিয়া ইউনিয়ন পরিষদ :

১. সৈয়দ মাসুদ
২. সাফি উদ্দিন ভূঁইয়া।

৩ নং কিরাটন ইউনিয়ন পরিষদ:

১. হাজী ছিদ্দিক মিয়া
২. ফকরুল আলম
৩. ইবাদুর রহমান শামীম।

৪ নং দেহুন্দা ইউনিয়ন পরিষদ :

১. মোঃ শফিক
২. কামরুজ্জামান সঞ্জু
৩. এম এ হানিফ।

৫ নং জাফরাবাদ ইউনিয়ন পরিষদ :

১. মোঃ আব্দুল আউয়াল
২. আবু সাদাৎ মোঃ সায়েম

৬ নং গুনধর ইউনিয়ন পরিষদ :

১. আবু সায়েম রাসেল
২. তানভীর আহম্মেদ রিপন।

এছাড়াও যেসব ইউনিয়ন থেকে একক নাম পাঠানো হয়েছে- নোয়াবাদ ইউনিয়নের মোঃ আব্দুস ছালাম,
জয়কা ইউনিয়নের মোঃ শফি উদ্দিন,
বারঘরিয়া ইউনিয়নের কামরুল আহসান কাঞ্চন,
সুতারপাড়া ইউনিয়নের মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া এবং নিয়ামতপুর ইউনিয়নের মোঃ আব্দুল হেলিম।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান বলেন, দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের পাশাপাশি জনপ্রিয়তা, যোগ্যতা ও জয়লাভের সম্ভাবনার চুলচেরা বিশ্নেষণও করা হয়েছে। বিশেষ করে সংশ্নিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোনো অনিয়ম ও অপকর্মের অভিযোগ আছে কিনা- সেটাও খতিয়ে দেখা হয়েছে। এ ছাড়া আগে থেকেই কেন্দ্রের সিদ্ধান্ত আছে, বিদ্রোহী প্রার্থীরা এমনকি বর্তমান চেয়ারম্যান হলেও অথবা জনপ্রিয়তা থাকলেও কোনো অবস্থায়ই দলীয় মনোনয়ন পাবেন না।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী তালিকা প্রস্তুত করার লক্ষে ইউনিয়ন ভিত্তিক বর্ধিত সভা করে সভাপতি/সম্পাদকের যৌথ স্বাক্ষরে ভিত্তিতে প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ