করিমগঞ্জ পৌর আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন ভান্ডারী এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ।
বিশেষ অতিথি হিসেবে করিমগঞ্জ পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, জেলা কমিটির সদস্য হাসান মমিন উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, নিউইয়র্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এরশাদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পল্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল। এতে করিমগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।