নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে পৌর নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন হাজী মোঃ মুসলেহ উদ্দিন। ১৪ ফেব্রুয়ারি,২০২১ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করিমগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯টি কেন্দ্রে ঘোষিত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, নৌকার পার্থী হাজী মোঃ মুসলেহ উদ্দিন পেয়েছেন ১০ হাজার ৮০৬ ভোট। অপরদিকে তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির পার্থী আব্দুল্লাহ আল মাসুদ সুমন পেয়েছেন ৫ হাজার ৫২ ভোট।
আওয়ামী লীগের শক্ত ঘাটি হিসেবে পরিচিত থাকলেও নানা অন্তঃকোন্দলের কারণে গত দুইটি নির্বাচনে করিমগঞ্জ পৌরসভায় বিজয়ের মুখ দেখতে পারেনি নৌকা প্রতীক। তবে এবছর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ঐক্য গড়ে উঠায় এ বিজয় অর্জন সম্ভব হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন দলের কর্মী সমর্থকেরা।
এবছর করিমগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৪ হাজার ২০৯ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৮৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৮ হাজার ২৬৯ টি ভোট গণণার আওতায় আনা হয়। বিভিন্ন ত্রুটির কারণে ৫৬৬ টি ব্যালটের ভোট বাতিল বলে গণ্য করা হয়।