করিমগঞ্জ পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে আশরাফ হোসেন পাভেল কে সভাপতি ও হারুণ সরকার কে সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় করিমগঞ্জ পাটমহলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন কিশোরগঞ্জ জেলা বিএনপিরর সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সিআইপি।
করিমগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব হারুণ সরকারের সঞ্চালনায় ও আশরাফ হোসেন পাভেল এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, , সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এডভোকেট শরিফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মাসুদ সুমন, করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ, পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদ, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব আকুঞ্জি, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার তৌসিফ, সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রান্ত প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জোরদার অান্দোলন গড়ে তুলার উদাত্ত অাহবান জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আশরাফ হোসেন পাভেল বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হোন।সাধারণ সম্পাদক পদে হারুন সরকার, জুলহাস উদ্দিন বুলবুল ও বাবুল দেওয়ান প্রতিদ্বন্ধিতা করলে কন্ঠভোটে হারুন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। সভা থেকে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়েছে।
পৌর বিএনপির কমিটি ঘোষণা হবার পর এক প্রতিক্রিয়ায় পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদ আমার সংবাদকে জানান, নব-নির্বাচিত কমিটিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। শক্তিশালী কমিটি গঠনের জন্য জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান।