কিশোরগঞ্জের করিমগঞ্জে শিল্পকলা পরিষদে শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
৩১ আগস্ট বুধবার বিকাল ৩ টায় করিমগঞ্জ শিল্পকলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় শিল্পকলা পরিষদের চিত্রাংকন, আবৃত্তি, সংগীত ও নৃত্য বিভাগের প্রায় শতাধিক শিশু কিশোর অংশগ্রহন করে। কুইজের বিষয় ছিল বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও সাহিত্য।
আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের পরিচালক সালেহ আহমেদের পরিচালনা ও সঞ্চালনায় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মুসলেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, শিল্পকলা পরিষদের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা মাহমুদা ইয়াসমিন ও স্যানিটারী ইনস্পেক্টর জিল্লুর রহমান ফারুক।
অনুষ্ঠান শেষে ক,খ ও গ এই তিনটি বিভাগে অংশগ্রহনকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।