দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মৃত্যু ও সংক্রমণের উর্দ্ধমুখী প্রবণতায় গত এক সপ্তাহে করোনার মৃত্যু সূচকে বাংলাদেশের অবস্থান নবম স্থানে এবং সংক্রমণ সূচকে দ্বাদশ অবস্থানে পৌঁছেছে।
রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সারাদেশে করোনায় ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে ১৩ হাজার ৩২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
১৯ জুলাই (সোমবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল।
মারা যাওয়া ২৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগের ৫৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪৩ জন রয়েছেন। বাকিরা অন্যান্য বিভাগের।
এদিকে, দেশের সংক্রমণ পরিস্থতি নিয়ে কোভিড–১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গভীর উদ্বেগ জানিয়েছে । তাদের মতে, দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যু যে সময় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে,সেই সময় বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।