২৭ নভেম্বর (শুক্রবার) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমগুলোকে সর্বশেষ তথ্য জানানো হয়। তাতে বলা বলা হয়, গত একদিনে করোনা ভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৩ জন।
সে হিসেবে, এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন। মৃতের সংখ্যা ৬ হাজার ৫৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত একদিনে হাসপাতাল ও বাসা মিলিয়ে চিকিৎসাধীন ২ হাজার ২২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।