কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর বাজারে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
৬ সেপ্টেম্বর ( সোমবার) ইটনা পুরাতন বাজারের কৃষি ব্যাংক গলিতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে এবং প্রায় দুইঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে একটি লেপতোশকের দোকানের বিদ্যুতের বাল্ব থেকে আগুনের সুত্রপাত হয়।
ঘটনার পরপরই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।