কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. তহুর মিয়া (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. তহুর মিয়া আশুতিয়াপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন গণমাধ্যমকে জানান, মো. তহুর মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচার সাথে জড়িত বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।