কিশোরগঞ্জে উত্তরণ সমাজ কল্যান সংস্হার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৫ এপ্রিল (সোমবার) সকালে জেলা শহরের গাইটালস্হ নিজস্ব কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংস্হার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ অালাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিনের সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর সিটি’র ব্যবস্হাপনা পরিচালক মোঃ শফিকুল আলম শিপলু।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে উত্তরণ সমাজ কল্যাণ সংস্হা’র সহ-সভাপতি ইফাত অাহমেদ রফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সবুজ, অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, নির্বাহী সদস্য মোঃ ইসফাকুল ইসলাম, মোঃ খায়রুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন উত্তরণ সমাজ কল্যাণ সংস্হা’র প্রতিষ্ঠাতা মোঃ শফিউল অালম শফিক।
অনুষ্ঠানে স্হানীয় নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, ডাল, সোয়াবিন তেল, পেয়াজ, দুধ, চিনি, সেমাই ও সাবান।