কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে নতুন ১২৪ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই (রবিবার) রাতে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ২ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ৩ জন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য হাসপাতালে ২ জন মারা যান।
সব মিলিয়ে এখন পর্যন্ত কিশোরগঞ্জে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১২৬ জনে পৌছেছে।
এদিকে, নতুন ১২৪ জনকে নিয়ে জেলায় মোট ৭ হাজার ৫০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন।
বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে ১৯৪ জন চিকিৎসাধীন আছেন।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত ৯ জনই শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।